• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

অ্যান্টিগায় বড় হার বাংলাদেশের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২২  

Find us in facebook

Find us in facebook

অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনই ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ২৪ জুন। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে।

অ্যান্টিগা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রথম ইনিংসে ১০৩ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক সাকিব একাই করেন ৫১ রান।  দলের ছয় ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। 

জবাবে ব্যাটিংয়ে নেমে ২৬৫ রান করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৯৪ ও ৬৩ রান করে করেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট ও জার্মেইন ব্লাকউড। বাংলাদেশ দলের হয়ে ৫৯ রানে ৪ উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ। 

১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। সপ্তম উইকেটে নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ১২৩ রানের জুটি গড়ে দলকে ২৪৫ রান উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখেন অধিনায়ক সাকিব। ৬৩ ও ৬৪ রান করে করেন সাকিব-নুরুল। 

৮৪ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে খালেদ আহমেদের গতির মুখে পড়ে ৯ রানেই ৩ উইকেট হারায় উইন্ডিজ।

শনিবার তৃতীয় দিনে ৪৯/৩ রান করা দলটি জয় থেকে ৩৫ রান দূরে থেকে দিনের খেলা শেষ করে। রোববার চতুর্থ দিনে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। 

Place your advertisement here
Place your advertisement here