• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

Find us in facebook

সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

সৈয়দপুর উপজেলায় মাঠে মাঠে চলছে আমন ধানের চারা রোপণ। ভুট্টা কাটা ও মাড়াই শেষে আগাম জাতের আমন ধানের চারা রোপণের ধুম পড়েছে। বিশেষ করে উঁচু জমিতে হালচাষ দিয়ে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 

সরেজমিনে দেখা গেছে, কোনো জমি অনাবাদি না রেখে মাঠের পর মাঠ চলছে চাষাবাদ। উপজেলার কাশিরাম বেলপুকুর, কামারপুকুর, খাতামধুপুর, বোতলাগাড়ী ও বাঙালিপুর এলাকায় আমন আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 

উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের কৃষক আজিজার রহমান জানান, এবার আগাম বৃষ্টিতে আগাম আমন লাগানো শুরু হয়েছে। 

একই এলাকার কৃষক সাহান জানান, কৃষি শ্রমিকদের চাহিদা বেড়ে যাওয়ায় বেশি টাকায় নিতে হচ্ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, উফশী আগাম জাতের ধান চাষ করে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি ফসল অগ্রিম ঘরে ওঠায় মঙ্গার সময় খাদ্যনিরাপত্তা বেড়েছে। আগের জাতগুলোর জীবনকাল বেশি হওয়ায় কৃষকরা বছরে দুটি ফসলের বেশি চাষাবাদ করতে পারতেন না। এখন ধান কাটার পর কৃষকরা সহজে এক থেকে দুই বার আলু চাষ করে। এ অঞ্চলের জমি উঁচু এবং মাটি বেলে দো-আঁশ হওয়ায় আগাম আলু ও আমন চাষে খুবই উপযোগী। মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

Place your advertisement here
Place your advertisement here