– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

এশিয়ার মাঝে সবচেয়ে বেশি ছক্কা এখন রোহিতের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার দিক থেকে এশিয়ার মধ্যে শীর্ষে উঠেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে টপকে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তিনি। 

৫২৪ ম্যাচে ৪৭৬টি ছক্কা মেরেছেন সাবেক ক্রিকেটার আফ্রিদি। আর ৪০৯ ম্যাচে ৪৭৭টি হাঁকিয়েছেন রোহিত। 
 
২৭ টেস্টে ৫২টি, ৩৯৮ ওয়ানডেতে ৩৫১টি ও ৯৯টি টি-২০তে ৭৩টি ছক্কা মেরেছেন আফ্রিদি। অন্যদিকে ৪৫ টেস্টে ৬৪টি, ২৩৩ ওয়ানডেতে ২৫০টি ও ১৩২টি টি-২০তে ১৬৩টি ছক্কা আছে রোহিতের। 

তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। সব মিলিয়ে ৪৮৩ ম্যাচে ৫৫৩টি ছক্কা মেরেছেন ক্যারিবীয় দানব।

ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে ১৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৩ রান করেন রোহিত। ইনিংসে ৩টি ছক্কা মারার মধ্য দিয়ে তিন ফরম্যাট মিলিয়ে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ছক্কার নজির গড়ে ফেলেন রোহিত। 

Place your advertisement here
Place your advertisement here