মাদ্রাসার টাকা ভাগাভাগির অভিযোগ জাপার ২ নেতার বিরুদ্ধে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩

Find us in facebook
সুন্দরগঞ্জে আমগঞ্জ কাজী তোফাজ্জল হোসেন দ্বি-মূখী আলিম মাদ্রাসায় জেলা পরিষদের বরাদ্দকৃত টাকা কাজ না করেই ভাগাভাগি করে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জাতীয় পার্টির ২ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
রোববার (২৪ সেপ্টেম্বর) সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন মন্ডল অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাদ্রাসাটির দক্ষিণের সেমি বিল্ডিং-এর কাজের জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের অজান্তেই ৯ লাখ টাকার বরাদ্দ দেয় জেলা পরিষদ। যার বাস্তবায়নের দায়িত্ব পায় কাজী ট্রেডার্স নামে গাইবান্ধার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আ ন ম মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল এবং বামনডাঙা ইউনিয়ন জাপা সভাপতি রেজাউল ইসলাম রেজা। সেমি বিল্ডিং-এর জন্য ৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে জানিয়ে অধ্যক্ষের নিকট শর্ত জুড়ে দেন বরাদ্দ ৯ লাখ হলেও দেয়া হবে ৩ লাখ ৬০ হাজার টাকা। কাজ করতে হবে নিজে এবং স্বাক্ষর করতে হবে সব কাগজপত্রে।
ভাগাভাগির বিষয়টি আঁচ করতে পেরে অধ্যক্ষ সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে কাজটি সম্পন্ন করে দেয়ার প্রস্তাব দেন। শর্ত না মানলে তারা কাজটি অন্য কোনো প্রতিষ্ঠানকে দেয়া হবে বলে সাফ জানিয়ে দিলে অধ্যক্ষ মাদ্রাসার কর্তৃপক্ষ ও শিক্ষকদের সাথে পরামর্শ করে তাদের বেধে দেয়া শর্ত মেনে নেন।
শর্ত মানায় সংশ্লিষ্ট ঠিকাদার কাজী রিপন এবং জাপার ওই দুই নেতা সব কাগজপত্রে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে তার হাতে নগদ ১ লাখ ৬০ হাজার এবং ২ লাখ টাকার একটি চেক প্রদান করেন।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি কর্তৃক গত ৯ জুন উদ্বোধন করা হয়েছে এমন একটি ফলক। কিন্তু ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে যেখানে সেমি বিল্ডিং করার কথা সেই টিনসেড পরিত্যক্ত ঘরটির সামনে কয়েক হাজার ইট ছাড়া কাজের কোনো অস্তিস্ত নেই।
অধ্যক্ষ আ ন ম মোজাম্মেল হক বলেন, বরাদ্দ হয়েছে আমি জানি না। ঠিকাদারকে সাথে নিয়ে জাপা নেতা আব্দুল মান্নান ও রেজাউল আমার কাছে এসেছিল। তারা বলেছিল ঠিকাদার কাজ করবে না। নয় লাখের মধ্যে ৩ লাখ ৬০ হাজার টাকার বেশি দেয়া হবে না। রাজী না হলে অন্য প্রতিষ্ঠানকে দেব। আমরাও ভাবলাম 'নাই মামার চেয়ে কানা মামা ভালো।' ১ লাখ ৬০ হাজার টাকা দিয়েছে। ২ লাখ টাকার একটা চেক দিয়েছে। সেই একাউন্টেও আবার টাকা নেই। এখন পর্যন্ত খালি ঘুরাচ্ছে ঠিকাদার।
বরাদ্দের টাকা ভাগাভাগির বিষয়ে কথা হলে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল জানান, সেখানে জেলা পরিষদের বরাদ্দ আছে এটা যেমন সত্য, পাশাপাশি এই বরাদ্দের সাথে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর সম্পৃক্তা নেই। তবে হ্যাঁ, এমপি যেহেতু জাতীয় পার্টির সেই ক্ষেত্রে জাতীয় পার্টির নেতাকর্মী এটা জানার চেষ্টা করেছে। আমি প্রিন্সিপালের সাথেও এটা জানার চেষ্টা করেছি। কোনো এক সময় ঠিকাদার সেখানে আসে, তারা নিজে কাজ করবে না প্রিন্সিপালকে দিয়ে করাবে। সেই মর্মে একটা চেকও দেয়। কিন্তু এটার সাথে জাতীয় পার্টির লোকজনের ভাগাভাগির কোনো সম্পর্ক নেই। ৩ লাখ ৬০ হাজার টাকার একটি চেক দেয়া হয়েছে। সেখানে কথা ছিল আরো কিছু টাকা দিবে। তার আগেই এমপি মহোদয় সেটা উদ্বোধন করেছে।
পরে মুঠোফোনে কথা হয় জাপা নেতা রেজাউল ইসলাম রেজার সাথে। তিনি অভিযোগগুলো মিথ্যা দাবি করে বলেন, আমরা গিয়েছিলাম এটা সত্য। শুধু মাত্র লাল চা আর বিস্কুট খেয়েছি ওই মাদ্রাসায়। টাকা ভাগাভাগির বিষয়টি অস্বীকার করেন তিনি।
এদিকে ঠিকাদার কাজী রিপন বলেন, আমরা কাজ করি না। শুধু মাল-সামানা সাপ্লাই দেই। ৯ লাখের মধ্যে ৩ লাখ ৬০ হাজার টাকা দেয়ার কথা বললে তিনি পরে পার্টনারের সাথে কথা বলে জানাবেন জানিয়ে দেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন মন্ডল বলেন, এ বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
- সরকার উদ্যোক্তাদের জন্য ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছে
- আপিলকারীরা শতভাগ ন্যায় বিচার পাবেন: ইসি সচিব
- অর্থনৈতিকভাবে আমরা সাফল্য অর্জন করেছি: শিক্ষামন্ত্রী
- জলাবদ্ধতা ও নদীভাঙন রোধে কাজ করছে সরকার: পানিসম্পদ উপমন্ত্রী
- দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত
- গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান
- আজ বেগম রোকেয়া দিবস
- আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ১০ ডিগ্রিতে
- ডিসেম্বরেই ৪৩তম বিসিএসের ফল
- জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা
- বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের নতুন কমিটি গঠন
- প্রটোকল ছাড়াই পতাকাবিহীন গাড়িতে শেখ হাসিনা
- চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
- শিক্ষক নিয়োগ পরীক্ষায় দিনাজপুরে আটক ১৮, বহিষ্কার ১৮
- দিনাজপুরে কিডনি ডায়ালাইসিসে খরচ বেড়েছে হাজার টাকা
- সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কুড়িগ্রামে আটক ১২, বহিষ্কার ৩
- লালমনিরহাটে ১৩ পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ, বহিষ্কার ১৬
- দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত
- বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত: রাষ্ট্রপতি
- সিরাজগঞ্জে নানা আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসব উদযাপন
- বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমালো চীন
- সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন অনিয়ম বিষয়ে প্রেস ব্রিফিং
- পঞ্চগড়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৫জন গ্রেফতার
- রংপুরের ৩৬টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের চেষ্টাকালে ১জন গ্রেফতার
- জুমার দিন ও সালাতের গুরুত্ব
- এক উইকেট হারিয়ে লিড নিয়েছে বাংলাদেশ
- হিন্দি সিনেমায় জয়া আহসানের অভিষেক আজ
- প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত
- স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
- রংপুর বিভাগের ৩৩ আসনে নৌকার মাঝি হলেন যারা
- দেবীগঞ্জে দীপাবলির রাতে আগুনে পুড়লো ৩ ঘর
- বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী
- রংপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৯
- বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রভাব নেই রংপুরে
- ‘বাস পুড়িয়ে ও মানুষের ওপর জুলুম করে ক্ষমতায় আসা যায় না’
- সুন্দরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
- সারাদেশে র্যাবের ৪৬০ টহল দল
- ঘোড়াঘাটে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা
- রমেক হাসপাতালে ডায়ালাইসিস মেশিন বিকল
- বিরলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ডাকসেবা অপরিহার্য: আইসিটি প্রতিমন্ত্রী
- বিয়ের আগের দিন বা রাতে বর-কনের যা করা উচিত নয়
- লালমনিরহাটে ১৩ পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ, বহিষ্কার ১৬
- কুড়িগ্রামে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
- ঢাকা-কক্সবাজার পথে ট্রেনের টিকিট বিক্রি শুরু
- নির্বাচন কমিশনে অ্যাপ চালু, মুহূর্তেই জানা যাবে ভোটের খবর
- নীলফামারীতে ১৮টি বিদ্যালয়ে খেলনা উপকরণ বিতরণ
- গাইবান্ধা-১ আসনে মায়ের বিপক্ষে লড়বেন মেয়ে!
- দিন ভালো যাচ্ছে না হিরো আলমের