• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

দেবীগঞ্জে দীপাবলির রাতে আগুনে পুড়লো ৩ ঘর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে দেবীগঞ্জে দীপাবলির রাতে বৈদ্যুতিক আগুনে পুড়লো ৩ ঘর। গতকাল রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সর্দার পাড়ায় বৈদ্যুতিক শক সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দীপাবলির রাতে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সর্দার পাড়া হরিদাস এবং তার দুই ছেলে মন্টু দাস ও ছোটন দাসের ঘরে আগুন লাগে। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় আগুনে পুড়ে ৩ পরিবারের ৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন দেবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান।

ভাইস চেয়ারম্যান রিতু আক্তার জানান, গতকাল রাতে সোনাহারে দীপাবলির একটি অনুষ্ঠান ছিলাম। হঠাৎ খবর আসে সর্দার পাড়ায় আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহযোগিতা দেয়ার বিষয়ে ইউএনও সাহেবের সাথে যোগাযোগ করেছি।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম বলেন, এ বিষয়ে আমারা অবগত আছি। ইউনিয়ন পরিষদ থেকে আবেদন পেলে সরকারি সহযোগিতা পৌঁছে দেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here