• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

কৃষকের সুবিধার্থে কাহারোলে আবহাওয়া পূর্বাভাস যন্ত্র

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
কৃষকের সুবিধার্থে আগাম আবহাওয়া বিষয়ক নির্ভরযোগ্য তথ্য ও পূর্বাভাস জানাতে দিনাজপুরের কাহারোলের ৬টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপন করা হয় ‘রেইন গজ মিটার’ নামের যন্ত্র। এতে যুক্ত করা হয় তথ্য বোর্ড, সয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র ও সৌর বিদ্যুৎ প্যানেল। 

এগুলোর মধ্যে বর্তমানে কয়েকটি চালু রয়েছে বলে কৃষি অফিস জানায়।

জানা যায়, ২০১৭-২০১৮অর্থ বছরে এসব আবাহাওয়া যন্ত্রপাতি স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মাধ্যমে কৃষকদের জানার কথা আগামী ৩দিনের বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপূর্বাহ, আলোক ঘণ্টা সংক্রান্ত বিভিন্ন তথ্য। 

এই ব্যাপারে কাহারোলের রসুলপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সঞ্চয় কুমার মিত্র বলেন, আবহাওয়ার পূর্বাভাস যন্ত্র ‘রেইন গজ মিটার’ ইউপি ভবনে স্থাপন করা হয় এবং বর্তমানে এটি বন্ধ হয়ে আছে। 

এই ব্যাপারে কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, আমি নতুন এসেছি। ইউনিয়ন পরিষদে বসানো আবহাওয়ার পূর্বাভাস যন্ত্র ‘রেইন গজ মিটার’ এর কয়েকটি চালু আছে।

Place your advertisement here
Place your advertisement here