• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: এলজিআরডিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত কী নির্মমভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, সেটি দেশবাসীসহ সারাবিশ্ব দেখেছে। আন্দোলন আমরাও করেছি, কিন্তু কখনো পুলিশ হত্যা করিনি। যারা দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

শনিবার হবিগঞ্জের নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এলজিআরডিমন্ত্রী বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন যথাসময়ই হবে। নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলের স্বাধীনতা রয়েছে, নির্বাচন কমিশনও সবাইকে আহ্বান জানিয়েছে, কেউ যদি নির্বাচনে না এসে দেশ ও মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here