• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ইন্দো-বাংলাদেশ স্কাউট ক্যাম্পে সুযোগ পেলেন কুবির মাহবুবা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ-ভারতের যৌথ আয়োজনে ভারতের দার্জিলিংয়ের জাতীয় অ্যাডভেঞ্চার ইন্সটিটিউটে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ইন্দো-বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্প। এতে প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে সুযোগ পেয়েছেন গার্ল-ইন রোভারমেট মাহবুবা মাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের গার্ল-ইন রোভারমেট।

জানা গেছে, দার্জিলিংয়ে দ্বিতীয় ইন্দো-বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এতে ভারতের বিভিন্ন প্রদেশের স্কাউটস সদস্যদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩১০ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করছেন। 

আন্তর্জাতিক এমন ক্যাম্পে অংশগ্রহণ করতে পারায় গর্বিত মাহাবুবা মাহা। তিনি বলেন, আমিই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম রোভারমেট হিসেবে কোনো আন্তর্জাতিক ক্যাম্পিংয়ে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছি। যা অত্যন্ত আনন্দের এবং গর্বের। আশা করি, এই ভ্রমণ আমার অভিজ্ঞতা ও জ্ঞানের জগৎ আরো বেশি প্রসারিত করতে সহায়তা করবে। 

তিনি বলেন, এই সুযোগের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন রোভার স্কাউটস গ্রুপ, কর্তৃপক্ষসহ অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সুযোগ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রোভারের মধ্যে আসুক এমনটাই প্রত্যাশা রইল।

Place your advertisement here
Place your advertisement here