• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook

গোবিন্দগঞ্জে চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে  আবারো চালককে অজ্ঞান করে অটোভ্যান নিয়ে পালাল দুর্বৃত্তরা। অটোভ্যান চালক উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাহজাহান আলী  (৪৫)।

ভুক্তভোগী শাহজাহানের পরিবারের পক্ষ থেকে জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় অটোভ্যান চালক শাহজাহান আলী কোচাশহর থেকে ভাড়ায় নিয়ে গোবিন্দগঞ্জের দিকে রওয়ানা হয়। এরপর যাত্রীবেশী  দুবৃর্ত্তরা  কামারেরহাট নামক স্থানে তাকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে  অটোভ্যান নিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে  চিকিৎসাধীন  রয়েছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, থানায় কোন অভিযোগ নেই। তবে এ ধরণের ঘটনার কথা শুনেছি। এর আগেও এধরণের ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করেছি। এটাও উদ্ধারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত চারদিনে ৩টি অটোরিকশা ছিনতাই হলো। এর মধ্যে গত বৃহস্পতিবার পুলিশ ছিনতাই হওয়া একটি অটোরিকশাা উদ্ধার করেছে।

Place your advertisement here
Place your advertisement here