– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

তিস্তার পানিতে টান, বাড়ছে ব্রহ্মপুত্র ও দুধকুমারে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে তিস্তার পানি কমতে শুরু করেছে। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপরে থাকলেও রোববার (২৭ আগস্ট) বেলা ১২টায় ২৫ সেন্টিমিটারে নেমেছে। তবে দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বেড়েই চলেছে। ধরলা পানি বৃদ্ধি কমেছে। তিস্তায় স্রোতের ফলে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাটে তিস্তার বাম তীরে ভাঙনরোধে নির্মাণ করা স্পার বাঁধটির একাংশ ভেসে গেছে শনিবার রাত ৮টার দিকে।

বাঁধটি ভাঙায় ঝুঁকিতে পড়েছে তিস্তা পাড়ের শতশত পরিবার। পানি কমায় ভাঙন ঝুঁকি বেড়েছে তিস্তার পাড়ে। বাঁধের উজান ও ভাটি দুই দিকের অনেক বাসিন্দা ভাঙন শঙ্কায় দিন কাটাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধের বাকি অংশ রক্ষায় উভয় পাশে বালু ভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হচ্ছে। আশপাশের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, তিস্তার পানি কমতে শুরু করেছে। তবে দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি কমায় তিস্তায় ভাঙন দেখা দিতে পারে। সব দিকে নজর রাখা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বাড়তে পারে।

জানা গেছে, জেলার নদ-নদী তীরবর্তী কিছু নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। ইতোমধ্যে বেশ কিছু আমন ক্ষেত তলিয়ে গেছে। উজানে বৃষ্টিপাত থাকায় সহসাই বন্যার শঙ্কা এড়ানো যাচ্ছে না।

Place your advertisement here
Place your advertisement here