• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook

নীলফামারীতে ৪০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

  
নীলফামারীর জলঢাকায় ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহার করা পিকআপভ্যানটি জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চন্ডীবাড়ী মন্দির এলাকা থেকে পিকআপভ্যানে মাদক পরিবহনের সময় তাদের আটক করে পুলিশ।

আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সামিনুর ইসলাম ও গয়াবাড়ী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মাহাবুবার রহমান।

জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম জানান, আজ বিকেলে বালাগ্রাম ইউনিয়নের চন্ডীবাড়ী মন্দির এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি পিকআপভ্যানটি আটক করে তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে ঐ গাড়ি থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

মাদক পরিবহনের কাজে ব্যবহার করা পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Place your advertisement here
Place your advertisement here