– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

দাম কমায় ভারত থেকে পাথর-কয়লা আমদানি ফের বেড়েছে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

ভারতে দাম কমায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর ও কয়লার আমদানি ফের বেড়েছে।

সোমবার (৮ আগস্ট) বিকেলে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা জামান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুরু থেকে এ স্থলবন্দরে কয়লা ও পাথরের চাহিদা অনেক বেশি। দাম বাড়ায় ভারত থেকে গত তিনদিন আমদানি কম ছিল। আজ দাম কিছুটা কমায় আমদানিও বেড়েছে।

সোনাহাট স্থল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতে পাথর ও কয়লার দাম বাড়ায় আমাদানিকারক প্রতিষ্ঠানগুলো পাথর ও কয়লা কিনতে কিছুটা অনীহা জানিয়েছিলেন। ফলে গত তিন দিন থেকে বন্দরে পাথর আমদানি ছিল খুবই কম। যেখানে প্রতিদিন ১০০-১৫০ ট্রাক আনলোড হতো, সেখানে ট্রাক আসছিল ৪০-৫০টি ট্রাক।

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সোনাহাট স্থলবন্দরের সভাপতি সরকার রাকিব আহমেদ জুয়েল বলেন, ‘সারাবছর কয়লা ও পাথরের চাহিদা বেশি থাকায় এ দুটি পণ্যের আমদানি ভালো হয়। তবে চাহিদা অনুযায়ী দেশ থেকে প্লাস্টিকের সামগ্রী ও কাপড়ের ঝুট ভারতে রপ্তানি করা হচ্ছে।’

কয়লা ও পাথর আমদানি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে ভারতে পাথর ও কয়লার দাম বেশি হওয়ায় আমদানি কিছুটা কম ছিল। তবে আজ থেকে দাম কিছুটা কমে যাওয়ায় আমদানি আবার বেড়েছে।

Place your advertisement here
Place your advertisement here