• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় খাঁচাবন্দি ৮টি মুনিয়া পাখি অবমুক্ত করা হয়েছে।

শনিবার দুপুরে পাখিগুলো সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করেন সৈয়দপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এর আগে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শেরে বাংলা সড়কের চাঁন্দ অ্যান্ড ব্রাদার্স নামের দোকানে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যরা।

এ অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির। তার সঙ্গে ছিলেন জুনিয়র ওয়ার্ল্ড লাইফ স্কাউট সোহেল রানা। এ সময় সহযোগিতা করেন পাখি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, যুব বিষয়ক সম্পাদক রাকিব হাসান, কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here