• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বিশ্ব হার্ট দিবসে দিনাজপুরে বর্নাঢ্য র‌্যালি ও সেমিনার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

“হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উদযাপনে বর্নাঢ্য র‌্যালিসহ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এবং কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, দিনাজপুর এর উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 

বৃহস্পতিবার সকাল ৮টায় জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ হতে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এ.কে.এম আজাদ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
 
সেমিনারে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন দিনাজপুরের রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার ডাঃ কাউসার আহমেদ। প্রধান বক্তা হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর তাৎপর্য তুলে ধরেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডাঃ মোঃ মেসবাহ্উল ইসলাম। 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ.কে.এম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল মোস্তফা বেগম প্রমুখ। 

Place your advertisement here
Place your advertisement here