– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এক টুইটে এ কথা জানান তিনি। 

টুইটে তিনি বলেন, 'দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা গর্বের বিষয়। বাংলাদেশ নিয়ে তার লক্ষ্য অনুপ্রেরণাদায়ক এবং অনেক সাহসী। আমরা ২০২২ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে ১৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প চালু করতে এবং বাংলাদেশে সঞ্চালন লাইন স্থাপনে অঙ্গীকারবদ্ধ।'

এর আগে সোমবার সন্ধ্যায় দিল্লি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের আদানি শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি।

সম্প্রতি ব্লুমবার্গ বিলিওনেয়ার র‍্যাঙ্কিংয়ে আদানি উঠে এসেছেন দুনিয়ার তিন নম্বরে। ধনী ব্যক্তি হিসেবে ধনসম্পত্তির বিচারে ভারতের শিল্পপতি গৌতম আদানির স্থান এখন স্পেসএক্সের ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের পরেই।

বিশ্বের বিভিন্ন দেশে আদানির বিনিয়োগ রয়েছে কয়লাখনি, বিদ্যুৎকেন্দ্র, এলপিজি ইত্যাদি খাতে। 

Place your advertisement here
Place your advertisement here