• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আমরা সকলে মিলে দুষ্কৃতকারীদের প্রতিহত করব- আইজিপি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, ‘আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য সৃষ্টি করেছি কিছু দুষ্কৃতকারী সে ঐতিহ্য নষ্ট করতে চায়। তারা যখনই সুযোগ পায় তখনই অপকর্মে লিপ্ত হয়। আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করব। ’

আইজিপি আজ রাতে ঢাকায় স্বামীবাগ লোকনাথ মন্দির পূজামণ্ডপ এবং নারায়ণগঞ্জে  আমলাপাড়া সর্বজনীন মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি এ সময় হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, ‘আজ রাত দুর্গাপূজার শেষ রাত, আগামীকাল বিসর্জন। আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এ সময় নির্জনতার সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা কোনো ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে। ’

তিনি বলেন, ‘এ সময় পূজামণ্ডপে অন্তত একজন হলেও পাহারায় থাকতে হবে। কোনো অপরাধী অঘটন ঘটানোর চেষ্টা করলে তাকে ধরতে হবে। যদি আপনারা ধরতে না পারেন, তাকে চিনে রাখেন, আমরা ধরব। ’

আইজিপি বলেন, ‘সারা দেশে উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আগামীকাল নির্বিঘ্নে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে বলে আমরা আশাবাদী। ’

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং হিন্দু নেতৃবৃন্দ আইজিপির সাথে ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here