– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

মোংলা বন্দরে মেট্রোরেলের আরও চারটি ইঞ্জিন, আটটি কোচসহ আনুষাঙ্গিক ৪০৬ প্যাকেজ মেশিনারি নিয়ে এসপিএম ব্যাংকক নামের একটি বিদেশি জাহাজ এসেছে। 

গত রবিবার (২৭ নভেম্বর) বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি পৌঁছায়। এসপিএম ব্যাংকক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট অ্যানশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান জানান, গত ৫ নভেম্বর জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এসপিএম ব্যাংকক জাহাজ। 

এর কিছুক্ষণ পরে জাহাজ হতে মেট্রোরেলের মালামাল খালাস শুরু হয়। খালাসের সঙ্গে সঙ্গে নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে সেটি ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।’ এখন পর্যন্ত আসা ১৩তম চালানে মেট্রোরেলের ১৫২টি কোচ ও ১২০টি ইঞ্জিন এসেছে বলে তিনি উল্লেখ করেন। 

Place your advertisement here
Place your advertisement here