– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

ফুলবাড়ীতে কোরিয়ান মেডিক্যাল টিমের উদ্যোগে দুস্থদের সেবা প্রদান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে রোডেম ফাউন্ডেশনের কোরিয়ান মেডিকেল টিমের উদ্যোগে দুইদিনব্যাপী প্রতিবন্ধী, মা-শিশুসহ দুই শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।  

ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল সোমবার (৮ আগস্ট) ও রবিবার দুইদিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান, রোমেড ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর ডোসেয়গ হং, মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, কোরিয়ান চিকিৎসক কিম ইউ হং, রোডেম ফাউন্ডেশনের প্রজেক্ট কর্মকর্তা বাবলু বিবেরুসহ দক্ষিণ কোরিয়ার ৩ জন বিশেষজ্ঞ, ৪ জন ইন্টার্নি ও ১২ জন মেডিক্যাল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

রোমেড ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর ডোসেয়গ হং বলেন, রোমেড ফাউন্ডেশনের বেসিক ডেভেলপমেন্টের অধীনে ফুলবাড়ী উপজেলার প্রতিবন্ধী, মা-শিশুসহ দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসার ব্যবস্থাপত্র, ওষুধসহ প্রতিবন্ধীদের হুইলচেয়ার দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। তাই বাংলাদেশের মানুষের সেবা করতে এসেছি। এতে কোরিয়ার ৩ জন বিশেষজ্ঞ, ৪ জন ইন্টার্নি ও ১২ জন মেডিক্যাল শিক্ষার্থী স্বাস্থ্যসেবা প্রদান করেন।

Place your advertisement here
Place your advertisement here