• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

ঘানার হয়ে খেলবেন স্পেনের উইলিয়ামস

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

ঘানার জাতীয় ফুটবল দলে খেলবেন স্পেনে জন্মগ্রহন করা ফুটবল তারকা ইনাকি উইলিয়ামস। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টে একথা জানিয়েছেন অ্যাথলেটিকো বিলবাওয়ের এই ফরোয়ার্ড।

ঘানার জাতীয় দল টুইট করেছে, ‘এটি এখন সময়ের ব্যাপার। ব্ল্যাক স্টারদের জগতে স্বাগতম।’

২৮ বছর বয়সী উইলিয়ামস স্পেনের একটি শরনার্থী শিবিরে জন্মগ্রহন করেছিলেন। তার বাবা-মা লাইবেরীয় গৃহযুদ্ধের সময় দেশ ছেড়ে পালিয়ে ওই ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন। 

টুইটারে উইলিয়ামস বলেন, আসল পরিচয়কে খুঁজে পাবার সময় এসেছে। এটি আমার এবং আমার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

স্পেনের যুব স্কোয়াডে খেলা উইলিয়ামস দেশটির জাতীয় দলের হয়েও একটি আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। ২০১৬ সালের ওই প্রীতি ম্যাচে প্রতিপক্ষ ছিল বসনিয়া। তবে জাতীয় দলের বর্তমান কোচ লুইস এনরিকের স্কোয়াডে সুযোগ পাননি তিনি।

আসন্ন কাতার বিশ্বকাপে এইচ গ্রুপের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ঘানা। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে পতুর্গাল, দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে।

Place your advertisement here
Place your advertisement here