• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

Find us in facebook

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ২০২২-২৩  অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার ( ৬ জুলাই ) দুপুরে পৌরসভার হল রুমে  ৩৯ কোটি ৫০ লাখ ৬২ হাজার ১৯৬/৬৭ টাকার বাজেট পেশ করেন মেয়র মো: আবুবকর সিদ্দিক। এ পৌরসভার বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭৫২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার টাকা। এর মধ্যে উন্নয়নখাতে ব্যায় ধরা হয় ৩ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার ৬২৪ টাকা । 

এছাড়াও বাজেটে সরকারের উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৯ কোটি ৫০ লাখ ৬২ হাজার ১৯৬/৬৭ টাকা। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো: আবুবকর সিদ্দিক, নির্বাহী কর্মকর্তা মো: সাখাওয়াত  আলী , হিসাব রক্ষণ, মো: গোলাম  হাছ নায়েন সহ ৯  ওয়ার্ডের পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন। 

গত বছরের সেপ্টেম্বরে এই পৌরসভার প্রথম নির্বাচন  অনুষ্ঠিত হয়। আর প্রথম বাজেট অনুষ্ঠানে প্রথম পৌর মেয়র মো. আবুবকর সিদ্দিক  বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সর্বত্র উন্নয়ন করে যাচ্ছেন। 

পৌরসভার উন্নয়নে যে বাজেট পেশ করা হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। বাজেট অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

Place your advertisement here
Place your advertisement here