• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

Find us in facebook

তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে জালে ৩২ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ সীমান্ত এলাকার এই নদী থেকে মাছটি ধরা হয়।

জানা গেছে, দুপুরে দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের ১১ জন যুবক মহানন্দা নদীতে বড় জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা জালের মধ্যে একটি বড় মাছের টের পান। মাছের অবস্থান বুঝে তারা জালের ভেতর শক্ত করে ধরে ফেলেন। পরে তুলে দেখেন একটি বাঘাড় মাছ।

স্থানীয়দের ধারণা, সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় বিরাট এই বাগাড় মাছটি সেখান থেকে আসতে পারে।

এদিকে মাছটি বাড়িতে নিয়ে এলে উৎসুক জনতা দেখার জন্য ভিড় জমাতে থাকে। অনেকে ওই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দিচ্ছেন। তবে মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে তোলা হবে এবং প্রতি কেজি দেড় হাজার টাকা দরে বিক্রি করা হবে বলে জানান ওই যুবকরা।

মাছটির মালিক যুবক সোহাগ, রাসেল, আব্দুর রাজ্জাক জানান, প্রতিবছর মহানন্দা নদীতে বাগাড় মাছ ধরা পড়লেও তাদের জালে এবারই প্রথম ধরা পড়েছে। বড় মাছ পাওয়ার আনন্দটাই আলাদা।

Place your advertisement here
Place your advertisement here