অসাম্প্রদায়িক রাজনীতির উজ্জ্বল নক্ষত্র আইভি রহমান
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ জুলাই ২০২২

Find us in facebook
ড. মুহম্মদ মনিরুল হক
বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির ইতিহাসে আইভি রহমান ও জিল্লুর রহমান ছিলেন এমন একটি ঐতিহাসিক জুটি বা পরিবার, যে পরিবারের দুজনই সম্পৃক্ত ছিলেন ১৯৬২-র শিক্ষা আন্দোলন থেকে শুরু, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও স্বাধীনতা-পরবর্তী প্রগতিশীল সব আন্দোলন-সংগ্রামে। বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই পরিবার গঠনের অন্যতম উদ্যোক্তা। বঙ্গবন্ধু পরিবারের সঙ্গেও পারিবারিকভাবে সম্পর্কিত ছিলেন আইভি। তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার খালাশাশুড়ি এবং তাঁর বড় বোন শামসুন্নাহার সিদ্দিক শেখ রেহানার শাশুড়ি।
আইভি রহমান ও জিল্লুর রহমানের দুই মেয়ে, তানিয়া বখ্ত ও তনিমা রহমান এবং এক ছেলে নাজমুল হাসান পাপন।
১৯৫৮ সালের ২৭ জুন মো. জিল্লুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আইভি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তাঁদের বিবাহের প্রধান সাক্ষী। তাঁরাও আজীবন বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ থেকেছেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুহীন বাংলাদেশে শত প্রতিকূলতাকে ভেদ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে থেকেছেন। একজন মা, একজন সমাজকর্মী, একজন স্ত্রী-সহযোদ্ধা আইভি রহমান নিজে রাজনীতি করেছেন, পরিবার ও সমাজের দায়িত্ব পালন করেছেন এবং জিল্লুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কখনো প্রত্যক্ষ, কখনো ছায়াসঙ্গী হিসেবে ভূমিকা রেখেছেন।
১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আইভি রহমানের জন্ম। তিনি ছিলেন আট বোন ও চার ভাইয়ের মধ্যে পঞ্চম। তাঁর পিতা জালালউদ্দিন আহমেদ ছিলেন ঢাকা কলেজের স্বনামধন্য অধ্যক্ষ। পারিবারিক সংস্কৃতি ও ঐতিহ্যের কারণে শৈশবেই আইভি রহমান সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। রাজনীতিতে অধিক সক্রিয় হন বিবাহের পর। ১৯৬৯ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠায় তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। ১৯৮০ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে তিনি ২০০৩ সাল পর্যন্ত নেতৃত্ব দেন। ১৯৭৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত আইভি রহমান বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি রাইফেল ও ফার্স্ট এইড প্রশিক্ষণ নিয়ে অন্য নারীদের প্রশিক্ষণ পরিচালনা করেন। মুক্তিযোদ্ধাদের মনোবল ও উদ্যম সৃষ্টির জন্য জয় বাংলা বেতারেও তিনি কাজ করেন।
আইভি রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রিধারী। তিনি লেখালেখি করেছেন, নারী জাগরণ ও প্রগতিশীল সমাজ নির্মাণে ভূমিকা রেখেছেন। বাংলাদেশ মহিলা সমিতি পুনর্গঠনে রয়েছে তাঁর অগ্রণী ভূমিকা। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তিনি জাতীয় মহিলা সংস্থা ও জাতীয় মহিলা সমিতির সভাপতি ছিলেন। জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আইভি রহমান ছিলেন শান্তিপ্রিয় মানুষ। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যকে তিনি মনে-প্রাণ ঘৃণা করতেন। অকালে অন্যায়ভাবে ঘাতকরা তাঁর তাজা প্রাণ কেড়ে নিলেও নিতে পারেনি তাঁর আদর্শ ও কর্ম। মৃত্যুর কিছুদিন আগেও তিনি গিয়েছিলেন জন্মভূমি ভৈরবে। বন্যাদুর্গত মানুষকে ত্রাণসামগ্রী দিয়েছেন। মুক্তিযুদ্ধ ও সমাজসেবায় গৌরবোজ্জ্বল অবদানের জন্য আইভি রহমানকে (মরণোত্তর) স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত করা হয় ২০০৯ সালে। তাঁর জন্মস্থান ভৈরবের চণ্ডিবড় গ্রামে নির্মাণ করা হয়েছে আইভি রহমান স্মৃতিস্তম্ভ। তাঁর নামে নামকরণ হয়েছে জিল্লুর রহমান মহিলা কলেজের ছাত্রীনিবাস এবং ঢাকা-সিলেট মহাসড়কের একটি তোরণ। আইভি রহমান ও জিল্লুর রহমানের স্মৃতিবিজড়িত ভৈরবের বাড়িটির নামও রাখা হয় আইভি ভবন। এসব স্মৃতি দেখে ভৈরববাসীর মনে পড়ে জিল্লুর রহমান ও আইভি রহমান ছিলেন তাঁদের কত আপন, কত প্রয়োজনীয় ও গর্বের স্বজন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য প্রকাশ্য সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় আইভি রহমান গুরুতর আহত হন এবং ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন। বাংলার মানুষ আজও মেনে নিতে পারেনি তাঁর অকাল প্রয়াণ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং পরিশ্রমী, সংগ্রামী, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনীতির উজ্জ্বল নক্ষত্র মহীয়সী আইভি রহমানের জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা।
লেখক : শিক্ষা ও উন্নয়ন বিশেষজ্ঞ
[email protected]
- দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
- জমিতে কাজ করতে গিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
- ১৫ আগস্টের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফের সাম্প্রদায়িকতার বীজ বপন হয়
- নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান
- ত্রিভুজ প্রেমেরই বলি ইভা, ১৮ ছুরিকাঘাতে হত্যা
- কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন
- স্ত্রী তালাক দেওয়ার ক্ষোভে ভাইকে অপহরণের পর হত্যা
- বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু: শনাক্ত ১৭০
- আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিটের ঢালাই: হানিফ
- মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
- কৃষি প্রণোদনার ঋণ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার কৃষক
- মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
- সরকারি অফিসে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নির্দেশনা জারি
- এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- `অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না`
- রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন
- পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
- বিসিএসের বিজ্ঞপ্তি প্রতিবছর ৩০ নভেম্বর
- প্রধানমন্ত্রী বিমানের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী
- বাড়ছে টাকার মান
- কমতে পারে জ্বালানি তেলের দাম
- একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ
- জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ
- মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে চায় সরকার: পররাষ্ট্র সচিব
- ‘৭৫’র গণহত্যার পর চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ’
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- বোদায় ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে