• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

পরে বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদর প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, সহকারী বন সংরক্ষক সোহেল রানা প্রমুখ।

এর আগে, পঞ্চগড় জেলা প্রশাসকর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়। সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় বন বিভাগসহ জেলার নার্সারি ব্যবসায়ীদের ৩০টি স্টল বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছর চারা প্রদর্শন ও বিক্রি করছে।

Place your advertisement here
Place your advertisement here