– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

বাঁচানো গেল না ছোট্ট আবিরকে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে গলাকাটা ছয় বছর বয়সী আবিরকে শত চেষ্টা করেও বাঁচাতে পারেননি চিকিৎসকরা। মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।

আবির উপজেলার কুমেদপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সবুজ মিয়ার ছেলে। অভিযুক্তের নাম বিটুল। ২২ বছর বয়সী বিটলু একই এলাকার বাটুল মিয়ার ছেলে।

কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, সোমবার বিকেলে কুমেদপুর ইউনিয়ন পরিষদের পেছনে আখিরা নদীতে গোসল করছিল আবির ও তার বড় ভাই আট বছরের আদনান। এ সময় আবিরকে ডেকে নদী থেকে ডাঙায় তুলে নিয়ে নিজের হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালান বিটুল। পরে আদনানের চিৎকারে আশপাশের লোকজন এসে বিটুলকে হাতেনাতে ধরেন। এরপর ইউনিয়ন পরিষদের মাঠে নিয়ে মারধর করে বিটুলকে পুলিশের হাতে তুলে দেন।

এছাড়া গুরুতর অবস্থায় আবিরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলা হবে।

Place your advertisement here
Place your advertisement here