• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
দিনাজপুরের ডিমের হঠাৎ করেই বাজার মূল্য ঊর্ধ্বগতি রোধে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার ডিম ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোক্তা অধিকার জেলা শাখার সহকারী পরিচালক মমতাজ বেগম রুমি এই অভিযান পরিচালনা করেন।
দিনাজপুর শহরের বাহাদুর বাজারের কয়েক দিন ধরে ডিম ব্যবসায়ীরা ইচ্ছামতো ডিমের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিম ব্যবসায়ীদের দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ডিমের নির্ধারিত মূল্য তালিকা না থাকার অভিযোগে চারজন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়।


জেলা শাখার সহকারী পরিচালক মমতাজ বেগম রুমি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কেন্দ্রীয় অফিসের নির্দেশনা প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বেশ কিছু ডিম ব্যবসায়ীদের দোকান মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় চার ডিম ব্যবসায়ীকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। এছাড়া মুরগির ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা দোকানের সামনে মূল্য তালিকা টানিয়ে রাখা এবং ওজন সঠিক প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here