• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাগানের অর্ধেক আম লক্ষাধিক টাকায় বিক্রি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুন ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম বাগানের প্রায় অর্ধেক আম এক লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। পীরগঞ্জ উপজেলা সদরের সর্দারপাড়ার (শাপলাপাড়া) ফল ব্যবসায়ী মিশু মিয়া বৃহস্পতিবার (১৬ জুন) আম কিনেছেন। ক্রেতা আমবাগান ও ফলগুলোর পরিচর্যা করছেন।

রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন পীরগঞ্জ পৌরসভার উজিরপুর নামক স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম আমবাগান। বাগানটি পরিচর্যা করে আসছে রংপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ১ একর ৫৬ শতাংশ জমিতে ৫৫টি হাঁড়িভাঙ্গা এবং ৫৫টি বারি-৪ জাতের আম গাছ রয়েছে। এবারে বাগানটিতে বারি-৪ জাতের আমের বাম্পার ফলন হয়েছে। বারি-৪ জাতের সব গাছের আম ১ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নামে মাত্র ৫০ শতাংশ জমি রয়েছে। তার চেয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় আর মেয়ে পুতুলের নামেই বেশি জমি রয়েছে। এ বছর অন্যান্য বছরের তুলনায় তিনগুণ আমের ফলন হয়েছে।’

আম ক্রেতা মিশু মিয়া বলেন, ‘বারি-৪ জাতের আম পাকতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। এই আম কাঁচাতেই বেশি মিষ্টি। আর আমগুলো পরিপক্বতার জন্য কৃষি বিভাগের পরামর্শ নিয়ে গাছের গোড়ায় সার প্রয়োগ করেছি।’

রংপুরের কৃষি বিভাগের উপ পরিচালক ওবাইদুর রহমান মন্ডল বলেন, ‘আম ব্যবসায়ীর সঙ্গে আমগুলো বিক্রির দফা হয়েছে। বারি-৪ জাতের আম পাকতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। আমগুলো এখনো অপরিপক্ব রয়েছে। পরিপক্বতা আসলেই আমগুলো গাছ থেকে পাড়ানো হবে।’

Place your advertisement here
Place your advertisement here