• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শামীম মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজা মিয়া (১৭) নামের আরও একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শামীম মিয়া ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

গতকাল রোববার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর (কুঠিপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

পরিবারের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিকেলে নিজ বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান শামীম। কাটা বাঁশটির ওপরের অংশ বিদ্যুতের তারে হেলে পড়ে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় সুজা মিয়া নামের এক কিশোর তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় আহত এক কিশোর চিকিৎসাধীন।

Place your advertisement here
Place your advertisement here