• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

বদরগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার      

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের বদরগঞ্জে চঞ্চলা রাণী (২২) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বিষু অধিকারীকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (২৮মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরশহরের শংকরপুর তেলীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চঞ্চলা রাণী ওই এলাকার বিষু অধিকারীর স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গতকাল শনিবার সকাল সাড়ে দশটার দিকে নিহতের স্বামী বিষু অধিকারী কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় শয়ন কক্ষে হঠাৎ তার স্ত্রীর চিৎকার শুনে ঘরে ঢোকেন। এ সময় গলাকাটা অবস্থায় স্ত্রী চঞ্চলা রানী মেঝেতে পড়ে ছটফট করছিল। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বিষু অধিকারীকে আটক করা হয়। পুলিশের গোয়েন্দা শাখার (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রোকসানা পারভিন বলেন, ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের খবর পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কে/

Place your advertisement here
Place your advertisement here