• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

গঙ্গাচড়ায় বেড়েছে সরিষার আবাদ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় এবছর সরষে চাষের আবাদ বেড়েছে। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে এখন মুখরিত ফসলের মাঠ। হলদে রংয়ের সরষে ফুল প্রকৃতিকে করেছে অপরূপ। রং-বেরংয়ের প্রজাপতি আর মৌমাছির গুন গুন শব্দ আকৃষ্ট করছে সবাইকে।

তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এ বছর সরিষার চাষ হয়েছে বেশি। উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কিসামত হাবু গ্রামের দীনবন্ধু এ বছর ৬৬ শতক, দেবেন ২২ শতক জমিতে সরিষা চাষ করেছেন। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভাল হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ২৫০ হেক্টর জমিতে সরষে আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে ১৫ হেক্টর বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, এবছর সরষে চাষে কৃষকদের প্রণোদনা দেওয়ার কারণে আবাদ কিছুটা বেড়েছে।
স্থানীয় কৃষকরা জানান, বন্যা, মহামারী এবং শীতের মধ্যেও সরকারি প্রণোদনা পেয়ে ঘুরে দাঁড়িয়েছে গঙ্গাচড়ার কৃষকরা। 

Place your advertisement here
Place your advertisement here