• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

করোনা: গংগাচড়ায় আর্থিক সহায়তা পাচ্ছে পাঁচ শতাধিক পরিবার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনা সংকট মোকাবিলার জন্য রংপুরের গংগাচড়ায় আর্থিক সহায়তা পাচ্ছে ৫ সহস্রাধিক অসহায় ও দুস্থ পরিবার। বৃহস্পতিবার জেলা প্রশাসক রংপুর এর সম্মেলন কক্ষে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

জানা যায়, কোভিড-১৯ সৃষ্ট সংকট থেকে উত্তরণের জন্য উপজেলার মর্নেয়া ইউনিয়নের ৫ হাজার ৪৭৮ টি অসহায় ও অতিদরিদ্র পরিবার এ কর্মসূচীর আওতায় আসছে। প্রসপারেটি প্রকল্পের আওতায় ও পিকেএসএফ এর সহযোগিতায় ইএসডিও (ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন) বেসরকারি সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচীতে প্রতিটি পরিবার প্রতিমাসে তিন হাজার টাকা করে পাবে। তারা তিন মাসে মোট নয় হাজার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাবে। 

এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরহাদ হোসেন উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান, গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম। 

এ সময় মর্নেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ, সংস্থার প্রকল্প সমন্বয়কারি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যামিনি কুমার রায়। 

Place your advertisement here
Place your advertisement here