• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গংগাচড়ায় ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গংগাচড়ায় ১০০ বোতল ফেন্সিডিল ও ১টি মটর সাইকেলসহ বাবুল মিয়া(২৭) নামে এক মাদক ব্যবসায়ীরকে আটক করেছে পুলিশ। রবিবার উপজেলার গজঘন্টা ইউনিয়নের বালারঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক বাবুল মিয়া লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে বাবুল মিয়া ১০০ বোতল ফেন্সিডিল মটরসাইকেল এর সিটের নিচে অভিনব কায়দায় নিয়ে তার বাড়ির এলাকা হতে গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বেগংগাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার, এস. আই জাহাঙ্গীর মাদক ব্যবসায়ী বাবুলকে উপজেলার গজঘন্টা ইউনিয়নের বালারঘাট নামক স্থান হতে আটক করে। এ সময় তার ব্যবহৃত ১শ সিসি মটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ব্যাপারে গংগাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, আটক বাবুলকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here