• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

২০২৫ সালে ফিস্টুলা মুক্ত হবে রংপুর: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

আগামী তিন বছরের মধ্যে রংপুর বিভাগ ফিস্টুলা মুক্ত হবে জানিয়েছে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন। 

তিনি বলেছেন, প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে বিভাগের আট জেলায় কাজ করছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে পঞ্চগড় জেলাকে ফিস্টুলা মুক্ত ঘোষণা করা হয়েছে। সরকারের লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ফিস্টুলা নির্মূল করা। আমরা চেষ্টা করছি ২০২৫ সালের মধ্যে রংপুর বিভাগকে ফিস্টুলা মুক্ত ঘোষণা করার।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রংপুর জেলা সিভিল সার্জনের সভাকক্ষে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি সহায়তায় রংপুর ও রাজশাহী বিভাগে ল্যাম্ব সপ্তাহব্যাপী এ দিবসটি উদযাপন করছে। গতকাল ছিল সমাপনী আলোচনা অনুষ্ঠান।

পরিচালক (স্বাস্থ্য) জাকিরুল ইসলাম বলেন, গ্রামীণ সমাজে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষত ধাত্রী বা গাইনী তুলনামূলক কম। এ কারণে প্রসবকালীন গুরুত্বপূর্ণ মূহুর্তের অনেকেই সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে প্রসূতির নিরাপদ প্রসবের জন্য প্রাতিষ্ঠানিক ডেলিভারি খুবই জরুরি। অল্পবয়স্ক মায়েরা বেশি প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত হন। এটা মূলত বাধাগ্রস্ত ও বিলম্বিত প্রসবের কারণে হয়ে থাকে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) হাবিবুর রহমান, সহকারী পরিচালক (স্বাস্থ্য) মোহাম্মদ মেজবাউল হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) আব্দুল মোতালেব সরকার, জেলা সিভিল সার্জন ডা. মো. শামিম আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. রুহুল আমিন, পরিবার পরিকল্পনা রংপুর এর সহকারী পরিচালক এটিএম নাজমুল হুদা,  ইউএনএফপিএ বাংলাদেশের টেকনিক্যাল অফিসার ডা. অনিমেষ বিশ্বাস।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফআরআরইআই প্রজেক্ট (ল্যাম্ব) ম্যানেজার মাহাতাব উদ্দিন লিটন। ফিস্টুলা রোগ-সম্পর্কিত ধারণাপত্র তুলে ধরেন ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ডা. তাহারিমা হোসেন সোনিয়া।

বক্তারা বলেন, ফিস্টুলা রোগের চিকিৎসা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। বিলম্বিত প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, বাল্যবিবাহ ও কম বয়সে গর্ভধারণ, জরায়ুতে অস্ত্রোপচার, অদক্ষ ধাত্রী বা প্রতিবেশীর মাধ্যমে ডেলিভারি করানোসহ সচেতনতার অভাবে ফিস্টুলা রোগ বাড়ছে।

সভায় স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, ধাত্রী, শিক্ষক, সংগঠক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার অন্তত ৪০ জন অংশ নেন। ফিস্টুলা রোগ কী, আক্রান্তের কারণ, বর্তমান পরিস্থিতি, শনাক্তের উপায়, চিকিৎসাসেবা ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

প্রসঙ্গত, নারী জননাঙ্গের ফিস্টুলার লক্ষণ সহজ উপায় হচ্ছে রোগীর সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকবে। সে ক্ষেত্রে প্রস্রাব বা পায়খানার সময় রোগীর কোনো চাপ বা বেগ অনুভব হবে না। সব সময় কাপড় ভেজা থাকবে। এ সমস্যা শুরু হবে সন্তান প্রসবের পর কিংবা তলপেট বা জরায়ুতে কোনো অপারেশনের পর। অর্থাৎ ফিস্টুলা হচ্ছে মাসিকের রাস্তার সঙ্গে মূত্রথলি অথবা মলাশয়ের এ বা একাধিক অস্বাভাবিক ছিদ্র হয়ে যুক্ত হওয়া। ফলে মাসিকের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকে।

Place your advertisement here
Place your advertisement here