• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গাইবান্ধায় ২২ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে দেওয়া হচ্ছে টিকা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

আসন্ন এইচএসসি পরীক্ষায় গাইবান্ধা জেলায় ২২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এসব শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা রাখতে তাদের দেওয়া হচ্ছে কোভিড-১৯ এর টিকা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে টিকা নিতে শিক্ষার্থীদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে।

জানা যায়, সারাদেশে করোনা ভাইরাস বিস্তার রোধে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক জেলা পরিষদ হলরুমে পরীক্ষার্থীদের জন্য টিকাদান ক্যাম্পের আয়োজন করেছে।

সিভিল সার্জন ডা. এএম আখতার হোসেন বলেন, আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ২২ হাজার পরীক্ষার্থীর মধ্যে সাড়ে ১৩ পরীক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হবে। বাকি পরীক্ষার্থীদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।

এর আগে ২১ নভেম্বর জেলা প্রশাসকের মিলনায়তনে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন।

উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সিভিল সার্জন ডা. এএম আখতারুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here