• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে গাইবান্ধা জেলা ফুটবল দল কুড়িগ্রাম দলকে পরাজিত করেছে।

মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় গাইবান্ধা জেলা ফুটবল দল ১-০ গোলে কুড়িগ্রাম জেলা ফুটবল দলকে পরাজিত করে। খেলায় জয়সূচক গোলটি করেন গাইবান্ধা জেলা দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় জিল্লুর।

মঙ্গলবার বিকেল ৩টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানষ দাস ধলু, গাইবান্ধা এসোসিয়েশনের সভাপতি মনা দাস প্রমুখ।

এর আগে গাইবান্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কুড়িগ্রাম জেলা দলকে ১-০ গোলে হারায় গাইবান্ধা জেলা ফুটবল দল। বিভাগ ভিত্তিক এই প্রতিযোগিতায় রংপুর অঞ্চলে ২টি গ্রুপের মধ্যে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলাকে নিয়ে গঠিত এই গ্রুপের এটি দ্বিতীয় খেলা। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। 

Place your advertisement here
Place your advertisement here