• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

উত্তরবঙ্গে প্রথম চালু হলো নরমাল ডেলিভারি ইউনিট

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

নিরাপদ প্রসব নিশ্চিতে উত্তরবঙ্গে প্রথম চালু হলো নরমাল ডেলিভারি ইউনিট।

মঙ্গলবার দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ষষ্ঠ তলায় ফিতা কেটে এ আধুনিক ইউনিটের উদ্বোধন করেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান। প্রসব বেদনা নিয়ে হাসপাতালে আসা রোগীকে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও কমিউনিটি স্কিল বার্থ অ্যাসিস্ট্যান্ট দ্বারা পর্যবেক্ষণসহ নিরাপদ নরমাল ডেলিভারির জন্য আধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা ও সেবার যাবতীয় আয়োজন রয়েছে নরমাল ডেলিভারি ইউনিটে। নিরাপদ মাতৃত্ব ও মাতৃসেবা নিশ্চিতে এ ইউনিটে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক, আল্ট্রাসনোগ্রামে পারদর্শী ০৪ জন চিকিৎসক, ৪ জন সিনিয়র স্টাফ নার্স, ৮ জন স্পেশাল ডেলিভারি এক্সপার্ট (সিএসবিএ) এবং ৪ জন ডেলিভারি আয়া ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে।

হাসপাতাল কতৃপক্ষ জানান, নরমাল ডেলিভারী নিশ্চিতকল্পে ইউনিটে সেবাদানকারীদের দেয়া হয়েছে আধুনিক প্রশিক্ষণ। নরমাল ডেলিভারী ইউনিট চালু হওয়ায় স্বল্প মূল্যে উন্নত সেবা পাবেন সেবাগ্রহীতারা। নিরাপদ প্রসব নিশ্চিত হওয়ায় উত্তরবঙ্গে কমবে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার এবং নবজাতকরা পাবেন উন্নত চিকিৎসা সেবা।

নরমাল ডেলিভারী ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সামসুজ্জামান, রংপুর ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ হাফিজুর রহমান, রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, পরিচালক মেজর (অব:) মোহাম্মদ নাসিম উদ্দিন, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন।

হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আজিজা বেগম লুসি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারী হয়ে আসছে। হাসপাতালে নরমাল ডেলিভারী ইউনিট চালু হওয়ায় এক ছাদের নিচে সকল ধরনের সুবিধা পাওয়া যাবে। প্রসব বেদনা নিয়ে আসা একজন মাকে অনেক সময় ১২ ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখতে হয়। এখানে সেটার ব্যবস্থা রয়েছে। একই সাথে চাইল্ড ম্যানেজমেন্টের ব্যবস্থাও রয়েছে। উত্তরবঙ্গে সমন্বিত চিকিৎসা সেবা প্রদানে অন্যতম প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল

রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান বলেন, নরমাল ডেলিভারী নিয়ে সমাজে ব্যাপক মানসিক ঘাটতি রয়েছে। মায়েরাও নরমাল ডেলিভারী করতে এখন ভয় পায়। মায়ের সেই ভীতি কাটানোর জন্য এই ইউনিটে ভর্তি হওয়া মায়েদের চিকিৎসক-নার্সরা মানসিক সাপোর্ট দিয়ে তাদের সাহস দেবে। নরমাল ডেলিভারি করাতে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারি নিয়োজিত করা হয়েছে য়। নরমাল ডেলিভারি ভীতি কাটানো গেলে সিজারিয়ান অপারেশন থেকে আমাদের সমাজ বেরিয়ে আসবে। স্বল্প মূল্যের হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সেবা নিতে পারবেন। ভবিষ্যতে সম্পূর্ণ ব্যথামুক্ত নিরাপদ নরমাল ডেলিভারি করাতে শিগগিরই শুরু হতে যাচ্ছে পেইনলেস নরমাল ডেলিভারি ইউনিট। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষকে বিশ্বমানের সেবা দিতে সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছি।

এর আগে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিক ডেন্টাল ডায়াগনোসিস ইউনিটের উদ্বোধন করা হয়। সেই সাথে কেবিনে থাকা রোগীদের স্বল্পমূল্যে নিরাপদ, পুষ্টিসম্পন্ন পথ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান।

Place your advertisement here
Place your advertisement here