• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

লালমনিরহাটে ৩৭০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন মাদ্রাসা শিক্ষার্থীসহ নিম্নবিত্ত ৩ হাজার ৭ শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী জেলার ১০ টি স্থানে মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয় নিম্নবিত্ত পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করে ফাউন্ডেশনটি।

লালমনিরহাট জেলা উলামা পরিষদের ব্যবস্থাপনায় এসব শীতবস্ত্র সকালে জেলার আদিতমারী উপজেলার আলহাজ্ব আবুল কাসেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসায় বিতরণ শুরু হয়। 

সেখানে শিক্ষার্থীসহ স্থানীয় ৮ শতাধিক পরিবারের মাঝে এবং পরে কিসামত চরিতাবাড়ীর মাদ্রাসা জমিয়ত তা‍‍`লীমুল কুরআন মাদ্রাসা মাঠে শিক্ষার্থীসহ এলাকার ৭ শতাধিক পরিবার এবং জেলার সদর, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন মাদ্রাসা মাঠে মাদ্রাসা শিক্ষার্থীসহ ৩ হাজার ৭ শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের এসব শীতবস্ত্র বিতরণকালে লালমনিরহাট জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা জয়নুল আবেদীনের তত্বাবধানে এসব শীতবস্ত্র বিতরণকালে জেলা উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, মাওলামা সফিক, মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সামাদ কাসেমী, মাওলানা মাসউদ, মাওলানা মাহফুজ আবেদীন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here