• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে বৃহস্পতিবার দুপুরে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান। এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহামুদা বেগম শরিফা ও মোঃ ইরফানুল বারী সরকার এতে মুল বিষয় উপস্থাপন করেন।

আলোচনায় অংশ নেন পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন,চৈত্রকোল ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ,বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম, মৌসুমি খালকো,তপন রায়(প্যারালিগ্যাল), জাতীয় আদিবাসী পরিষদ,পুজা উদ্যাপন পরিষদ,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ,ধর্মীয় নেতা সহ বভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন-আদিবাসীদের জীবিকার মান উন্নয়নে ও সামাজিক মার্যাদার আসনে প্রতিষ্ঠিত করনে এ ধরনের সভা সমাবেশ চলমান থাকা প্রয়োজন। বক্তরা আরও বলেন-এ ধরনের সেমিনারে সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের জীবন জীবিকার ক্ষেত্রে প্রতিনিয়ত নানা ধরনের যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা থেকে অনেকটাই নিস্কৃতি পেতে পারেন এবং সমস্যাগুলো উপস্থাপনের একটা নির্দিষ্ট প্লাটফর্ম খুঁজে পেয়েছেন। 

Place your advertisement here
Place your advertisement here