• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

শাবনূরের বিকল্প নেই: ডিপজল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

এক সময়ের আলোচিত চিত্রনায়িকা শাবনূর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে শুক্রবার বিকেলে তিনি ভোট দিতে এসেছিলেন। এ সময় তাকে পেয়ে দীর্ঘদিনের সহকর্মীরা ঘিরে ধরেন, হয়ে পড়েন উচ্ছ্বসিত। 

সে সময় সহকর্মীদের সঙ্গে শাবনূরও কুশলাদি বিনিময় করেন। এক পর্যায়ে সেখানে দেখা হয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে। তখন তাকে জড়িয়ে ধরে শাবনূর মামা বলে ডাকেন। এ সময় ডিপজল বলেন, বাংলাদেশে একটা আর্টিস্টেরই জন্ম হয়েছে—শাবনূর। ওর বিকল্প নেই।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় অভিনেতা ডা. এজাজের ভোট প্রদানের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

২০২৪-২৬ মেয়াদের এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে আছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। অন্যটিতে সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। 

এবার ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে স্থান পেতে নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Place your advertisement here
Place your advertisement here