• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের আগামী অর্থবছরের (২০২৪-২০২৫) বাজেটে বিভিন্ন সেক্টরে ক্রমাগত সংস্কার প্রচেষ্টার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে আরো বেশি জোর দেওয়া হবে।

তিনি বলেন, আমাদের কর্মসংস্থান সৃষ্টিকে বৃহত্তর পরিমাণে বাড়াতে হবে, কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভের সমস্যা কাটিয়ে উঠতে চেষ্টা করা হচ্ছে।

সোমবার রাতে অর্থনীতিবিদদের সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের দীর্ঘ প্রাক-বাজেট বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আবুল হাসান মাহমুদ আলী জানান, বৈঠকে অর্থনীতিবিদরা ভালো পরামর্শ দিয়েছেন এবং তারা সবাই বিশ্বাস করেন যে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সঠিক পথে রয়েছে সরকার।

তিনি বলেন, আমি কখনই বলিনি যে কোনো সমস্যা নেই। তবে আমরা প্রশংসা পেয়েছি যে, আমরা পরিস্থিতি ভালভাবে পরিচালনা করেছি এবং এখন পর্যন্ত সবকিছুই ভালো রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সবাই জানে অন্তর্নিহিত সমস্যাগুলি কী, তাই তারা এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে বলে মন্তব্য করেছেন। তবে আমাদের সমস্যাগুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে।

Place your advertisement here
Place your advertisement here