• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে ড্রাম ট্রাকে ১০০ কেজি গাঁজার চালান সরবরাহের সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের একটি টহলদল ১০ চাকা বিশিষ্ট ড্রামটাকের ভিতরে চালকের সিটের পিছন থেকে ১০০ কেজি (৪ বস্তা) গাঁজাসহ ড্রাম ট্রাক ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ৩ ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চিরিরবন্দর উপজেলার রেলস্টেশন সড়কে এ আটকের ঘটনাটি ঘটেছে। 

আটককৃতরা হলেন মোস্তাকিম (৩১) দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি এলাকার আমজাদ হোসেনের ছেলে, রেজাউল করিম (৪৫) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের সাইফুদ্দিন এর ছেলে এবং মোহাইমিনুর রহমান (৩০) রংপুরের বদরগঞ্জ উপজেলার ফেসকি পাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে চিরিরবন্দরের রেল স্টেশন এলাকায় তাদের আটক করা হয়। এসময় ড্রাম ট্রাকের সামনে সিটের নিচ থেকে কৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়।আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকের বিভিন্ন চালান এনে পাইকারি দরে খুচরা মাদক কারবারিদের সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চিরিরবন্দর থানার ওসি মো.আবুল হাসনাত খান ঘটনার বলেন, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিন্নাহ আল মামুনের তদারকিতে নিয়মিত রণপাহারা পরিচালনা করি। এরই অংশ হিসেবে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি ড্রামট্রাককে আটক করে তল্লাশী চালিয়ে গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।

Place your advertisement here
Place your advertisement here