• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

গুরুতর অসুস্থ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিণী 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক এমএলএ, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষাসৈনিক মরহুম দবিরুল ইসলামের সহধর্মিণী আবেদা খাতুন (৮৩) গুরুতর অসুস্থ। রোববার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেবিন ব্লকের ৫২২ নং কেবিনে ডা. সোহেল আরাফাতের অধীনে চিকিৎসাধীন।

আবেদা খাতুনের বড় ছেলে আহসান হাবীব বুলবুল বলেন, তিনি (মা) কিডনি ও ফুসফুসের জটিল রোগে আক্রান্ত। অসুস্থ অবস্থায় মাকে গতকাল শনিবার তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে। 

ভাষা সৈনিক দবিরুল ইসলাম ও আবেদা খাতুন দম্পতির তিন ছেলে ও একজন মেয়ে। তার  বড় ছেলে বালিয়াডাঙ্গী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব বুলবুল ০১নং পাড়িয়া ইউনিয়নের চার বার ইউপি চেয়ারম্যান ছিলেন। মেজ ছেলে আহসান হাকীম দিলীপ ছিলেন বিসিকের মহাপরিচালক। কনিষ্ঠ সন্তান আহসান উল্লাহ ফিলিপ বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। তারা সবাই তাদের মহিয়সী মায়ের দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here