• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ইরানের সঙ্গে গোপন আলোচনার কথা স্বীকার সৌদির 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি ইরানের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত গোপন আলোচনার কথা স্বীকার করেছে সৌদি আরব। ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্বগ্রহণের পর গত মাসে উত্তেজনা নিরসনের এই আলোচনা অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ রোববার বলেছেন, ২১ শে সেপ্টেম্বর চতুর্থ দফা আলোচনাটি হয়েছে। তবে এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে।

তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সমস্যার সমাধান করা সম্ভব।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে রিয়াদে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ইরানের সঙ্গে এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন বোরেল। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনা কোথায় হয়েছে, কারা প্রতিনিধিত্ব করেছেন সে বিষয়ে বিস্তারিত বলেননি। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অনেক ইস্যুতে পরস্পরের বিরোধী অবস্থানে রয়েছে এই দুটি দেশ।

২০১৬ সালে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। এরপর এপ্রিলে আবার আলোচনা শুরু হয়েছে। ইরানের সংস্কারপন্থী সাবেক প্রেসিডেন্টের অধীনে এই আলোচনা শুরু হয়। প্রথম তিন দফা আলোচনা হয় ইরাকে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য এ আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২৩ শে সেপ্টেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন।

Place your advertisement here
Place your advertisement here