• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পুরুষশূন্য ঘিডোব গ্রাম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর শোক সামলে ওঠার আগেই পুলিশের মামলায় গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে ঘিডোব গ্রাম।

সহিংসতার ঘটনায় সোমবার (২৯ নভেম্বর) ওই গ্রামের অজ্ঞাতনামা প্রায় ৬০০-৭০০ জনের নামে মামলা করে পুলিশ। এ মামলার কারণে গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন ঘিটোব গ্রামের পুরুষেরা।

সরেজমিনে দেখা গেছে, ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে গুলি ও রক্তের চিহ্ন লেগে আছে। স্কুলটি এবার ইউপি নির্বাচনের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। কেন্দ্রের আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপরিচিত মানুষ দেখলেই ভয়ে সরে যেতে চাইছে ওই এলাকার মানুষ। গ্রাম ঘুরে কিছু ষাটোর্ধ বৃদ্ধ ছাড়া আর কোনো পুরুষের দেখা পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, অনেকে আগেই গ্রাম ছেড়ে পালিয়েছে। তবে মামলা হওয়ার পর পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

Place your advertisement here
Place your advertisement here