• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আবহাওয়া পরিবর্তনে জ্বর ঘরে ঘরে, কোন জ্বরের কী উপসর্গ?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

জ্বরের রকমফের আছে। অনেকের কাঁপুনি দিয়ে জ্বর আসে। আবার কারও ছেড়ে ছেড়ে জ্বর আসে। অনেক সময় হালকা জ্বর থাকে গায়ে, যেটির যন্ত্রণা বেশ কয়েক দিন বইতে হয়। বিশেষ করে এই শ্রাবণে চৈত্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর ও সর্দি-কাশি। 

প্রতি ঘরেই কেউ না কেউ জ্বরে, ঠাণ্ডায় আক্রান্ত। কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, অনেকের আবার প্রয়োজন হচ্ছে চিকিৎসকের পরামর্শের। তারপরও জ্বর নিয়ে  আতঙ্ক জনমনে। কারণ জ্বর রোগের উপসর্গমাত্র। 

আমরা এখনও করোনাকাল অতিক্রম করছি। ফলে জ্বরে ভুগলে অনেকেই করোনায় আক্রান্ত্র মনে করছেন। অনেকে আবার ভাবছেন ডেঙ্গুজ্বর কিনা? 

বিশেষজ্ঞরা বলেন, প্রতিটি জ্বরের বেশ কিছু কমন উপসর্গ যেমন রয়েছে, তেমনি আলাদা উপসর্গও রয়েছে। যা দেখে রোগের ধরণ নির্ণয় করা সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক কোন জ্বরের কী উপসর্গ সে সম্পর্কে- 

সাধারণ জ্বর

>>> শরীরে জ্বর থাকবে (তাপমাত্রা কমবে-বাড়বে)। 

>>> হাঁচি ও কাশি থাকে। 

>>> নাক দিয়ে অনেকের পানি পড়তে পারে। 

>>> শ্বাসকষ্ট কিংবা গলা ব্যথা থাকবে না। 


করোনা জ্বর

>>> শরীরে জ্বর থাকবে। 

>>> সর্দি ও কফ থাকবে। 

>>> গলা ব্যথা থাকবে। 

>>> কিছুদিনের জন্য ঘ্রাণ চলে যেতে পারে। 

>>> মুখের স্বাদ নষ্ট হতে পারে। 

>>> অনেকের শ্বাসকষ্ট হতে পারে। 

ডেঙ্গু জ্বর

>>>  শরীরে জ্বর থাকবে ( উচ্চ তাপমাত্রা)। 

>>> গায়ে প্রচণ্ড ব্যথা থাকবে। 

>>> মাথাব্যথা হয়। 

>>> চোখ ব্যথা হতে পারে। 

>>> অনেক সময় রক্তক্ষরণ হতে পারে। 

মৌসুমী জ্বর থেকে বাঁচতে বিনা প্রয়োজনে রোদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুই থেকে তিন দিনের বেশি জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। 

Place your advertisement here
Place your advertisement here