• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দুর্নীতি রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করতে যাচ্ছে দুদক     

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

দেশে দুর্নীতি প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সর্বাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে সংস্থাটির ডিজিটাল ল্যাবে। আগামী বছরের শুরুতেই চালু হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব।

ডিজিটাল যুগে অনিয়ম দুর্নীতিতেও প্রযুক্তির ব্যবহার বাড়ছে। অভিযোগ আছে, মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমেও নিয়মিত লেনদেন হয় ঘুষ।এতে প্রযুক্তি নির্ভর নানা মাধ্যমে থেকে যায় দুর্নীতির নানা প্রমাণ বা আলামত।

তথ্য প্রমাণ বা প্রযুক্তিগত সামর্থ্য না থাকায় এসব দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারছে না দুদক। তাই উন্নত বিশ্বের দুর্নীতি দমন সংস্থা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের পরামর্শে ডিজিটাল ফরেনসিক ল্যাব গঠনের উদ্যোগ নেয় দুদক।

এ ল্যাবে কম্পিউটার ফরেনসিক, মোবাইল ফরেনসিক, অডিও-ভিডিও ফরেনসিকের প্রযুক্তি আনা হয়েছে। মুছে ফেলা যেকোনো তথ্য, অডিও, ভিডিও, ই-মেইল পুনরুদ্ধার করা যাবে ল্যাবে। বায়োমেট্রিকের মাধ্যমে শনাক্ত করা যাবে ভয়েস কথোপকথন ।

এতে হুন্ডি, অর্থ পাচার ও অবৈধ অর্থ লেনদেনসহ নানা অনিয়ম-দুর্নীতি শনাক্ত করা যাবে। তবে গোপনীয়তার জন্য এসব প্রযুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য বা ছবি দিতে রাজি নয় দুদক।

Place your advertisement here
Place your advertisement here