• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মাদ্রিদে জয়া পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

নিজের সৌন্দর্য আর অভিনয় দিয়ে দেশের গন্ডি পেরিয়ে আলো ছড়িয়েছেন ওপার বাংলায়। বলিউডেও অভিষেক হয়ে গেছে অভিনেত্রী জয়া আহসানের। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের জন্য বহু পুরস্কার জিতেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 

কেবল দেশে নয়, ভারতেও তিনি ফিল্মফেয়ারের মতো পুরস্কার নিজের করে নিয়েছেন। এবার মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফরেন ফিল্ম ক্যাটেগরিতে অভিনয়ে সেরার পুরস্কার পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার জয়া আহসান নিজেই তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পুরস্কার পাওয়ার কথা জানান।

জয়া পোস্টে লেখেন, মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফরেন ফিল্ম ক্যাটেগরিতে অভিনয়ে সেরার পুরস্কারটি মাস কয়েক আগেই ঘোষিত হয়েছিল। পুরস্কারটি এসেছিল বাংলাদেশে। ভারত উপমহাদেশের বাইরে কোনো আন্তর্জাতিক স্তর থেকে এটাই নাকি প্রথম কোনো পুরস্কার বাংলাদেশে এসেছিল।

এই অভিনেত্রীর ভাষ্যে, আমার সামান্য আনন্দ এটুকুই যে পুরস্কারটা এসেছিল ‘রবিবার’ ছবিতে আমার অভিনয়ের সূত্র ধরে। এতদিনে সে পুরস্কারের মোমেন্টটা হাতে এল। অসম্ভব বিনীত বোধ করছি আমি। আর এক বড় দায়িত্বের তৃষ্ণা।

সিনেমার সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি জয়া, ছবির পরিচালক অতনু ঘোষের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। অভিনেতা-অভিনেত্রী আর কলাকুশলীদের আকাশ সমান ভালোবাসা।

উল্লেখ্য, ‘রবিবার’ সিনেমায় প্রথমবারের মতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের সুযোগ পান এই অভিনেত্রী।

Place your advertisement here
Place your advertisement here