• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২  

Find us in facebook

Find us in facebook

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার সফলতা আমরা পেয়েছি। দেশের মানুষ এখন সুরক্ষিত। প্রায় ১৩ কোটি মানুষ টিকা নিয়েছে। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে, সংক্রামণও নেই বললে চলে। তবে আমাদেরকে বেখেয়ালি হলে চলবে না। 

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন আমাদের আশে পাশের দেশে করোনা বৃদ্ধি পাচ্ছে। অনেক দেশেই বৃদ্ধি পাচ্ছে, আমাদের সেই দিকে লক্ষ্য রাখা উচিত। সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Place your advertisement here
Place your advertisement here