• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গাইবান্ধায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫ জন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধায় পাগলা কুকুরের কামড়ে প্রায় ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে গাইবান্ধা পৌর শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ইদানীং পৌর শহরে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে প্রায় ৩৫ জনকে কামড়িয়েছে একটি কুকুর। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

কুকুরের আক্রমণের শিকার গাইবান্ধা সরকারি কলেজের নৈশপ্রহরী অসীম কুমার সরকার শংকর জানান, সকালে বাড়ি থেকে বের হলে পাড়ার একটি রাস্তায় কুকুরের কামড়ে আহত হন তিনি। তবে কুকুরটি ‘পাগলা’ ছিল।

গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা রানী বর্মণ জানান, শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩০-৩৫ জন ব্যক্তিকে জলাতঙ্কের ইনজেকশন, ক্ষতস্থান ড্রেসিংসহ প্রাথমিক চিকিৎসা দিয়েছেন তারা। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি চলে গেছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ অফিসার মাসুদার রহমান বলেন, কুকুরটি পাগল হয়নি। কুকুরটিকে উত্ত্যক্ত করা হয়েছে। যখনই কোনো মানুষ তাকে উত্ত্যক্ত করে, তখনই সে কামড়াচ্ছে বলে জানান তিনি।
 

Place your advertisement here
Place your advertisement here