• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

সকালের তুমুল ঝড়ে গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সাড়ে ৪ ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

কুড়িগ্রাম রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোরে কালবৈশাখী ঝড়ে জয়পুরহাট এলাকায় একটি বটগাছ রেললাইনের ওপর উপড়ে পড়ে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। 

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রী মাসুদ রানা বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে না ছাড়ায় গন্তব্যে পৌঁছাতে দেরি হবে। আগামীকাল মনে হয় অফিস করতে পারব না।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার উত্তম কুমার বলেন, ভোরে ঝড়ের সময় জয়পুরহাট এলাকায় একটি গাছ রেললাইনের ওপর উপড়ে পড়ে। এতে কুড়িগ্রাম এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। ট্রেনটি প্রতিদিন কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে গাছ পড়ার কারণে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম স্টেশন ত্যাগ করে।
কে/

Place your advertisement here
Place your advertisement here