• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

স্বল্পোন্নত দেশের তকমা থেকে বাংলাদেশের উত্তরণ!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বাংলাদেশের উত্তরণে ঐতিহাসিক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। প্রস্তাব গ্রহণের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।

নিউইয়র্ক থেকে টুইটে তিনি বলেন, আমাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে।  

রাবাব ফাতিমা বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং জাতীয় আকাঙ্ক্ষার পরিপূর্ণতা।

জাতিসংঘের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশ, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক ও নেপালকে এলডিসি’র কাতার থেকে উত্তরণে প্রস্তাব গ্রহণ করেছে।

জাতিসংঘ বলেছে, পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময়ের পর স্বল্পোন্নত দেশের কাতার থেকে এ তিন দেশের উত্তরণ ঘটবে। সাধারণত প্রস্তুতির জন্যে তিন বছরের সময় দেওয়া হয়। কিন্তু কোভিড-১৯ এর কারণে আর্থ-সামাজিক ক্ষতির কারণে প্রস্তুতির এ সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here